সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত, পরিবারের ৫ সদস্য আহত

জাহিদ ইকবাল। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে রোড ডিভাইডারের ধাক্কায় এক পুলিশ পরিদর্শক নিহত ও তার পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। আজ সকালে মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঠাকুরগাঁও জেলা পুলিশের ডিএসবি ইউনিটে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তিনি ও তার বোনসহ পাঁচ জন বান্দরবান যাওয়ার পথে উপজেলার কমলদহ এলাকায় দুর্ঘটনা পড়েন।

কুমিরা হাইওয়ে থানার পরিদর্শক শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্যার ছুটিতে ছিলেন এবং ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে বান্দরবান যাচ্ছিলেন। চালক ঘুমিয়ে পড়লে চলন্ত মাইক্রোবাসটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা দেয়।'

তিনি আরও বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্যারকে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ কুমিরা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

12h ago