বজ্রপাতে একই পরিবারের শিশুসহ ২ জনের মৃত্যু

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বজ্রপাতে শিশুসহ একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছেন। বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিমুলঘর সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়াইন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫) পুত্রবধূ শান্তা আক্তার (২২) ও নাতনী সাদিয়া আক্তারকে (১২) নিয়ে শিমুলঘর গ্রামে একটি দাওয়াতে যান। 

তারা বাড়ি ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই শান্তা ও শিশু সাদিয়ার মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

যোগাযোগ করা হলে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনজুর আহসান ডেইলি স্টারকে জানান, ভুক্তভোগী পরিবারটিকে সরকারি তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

Comments