হবিগঞ্জে আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ

হবিগঞ্জে গতকালকের সংঘর্ষের ছবি। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে চলা বিক্ষোভে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার জেরে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

গতকাল হবিগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোস্তাক আহমেদ (২৪) নামে একজন শ্রমিক।

শুক্রবার বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিজিবি) ঠিকাদারের অধীনে বিদুৎ শ্রমিক হিসেবে কাজ করতেন।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী বলেন, প্রাথমিক রিপোর্টে মোস্তাক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

গতকাল জুমার নামাজের পর হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

হবিগঞ্জে আন্দোলনের সমন্বয়ক আনাস মোহাম্মদ বলেন, 'আমরা আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছিলাম। তখন আওয়ামী লীগের লোকজন পিছন থেকে হামলা করে।'

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 16% in July

The country repaid $446.68 million in July of FY26

27m ago