৪ জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৫ জন নিহত

ময়মনসিংহে দুর্ঘটনার পর জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

নরসিংদী, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষার্থীসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।

নরসিংদী

ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

আজ সকাল ৭টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফখরুদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও কাভার্ডভ্যানটি ভৈরবের দিকে যাচ্ছিল। ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাক ও কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও সহকারী মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিংগাইর থানার এস আই মো. সুমন মিয়া জানান, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়ায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের চালক শহিদুল মারা যান। তিনি  মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকড়া গ্রামের বাসিন্দা।

মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেন (৩০) পুলিশের হেফাজতে আছেন বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইজিবাইকচাপায় এক আইনজীবী নিহত হয়েছেন।

আজ সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইনজীবী মঞ্জুর হোসেন (৫৮) একই গ্রামের বসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ইজিবাইক মঞ্জুর হোসেনকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে যান তিনি। পরে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-ত্রিশাল সড়কের বেতাগৈর এলাকায় আজ দুপুরে বাসের ধাক্কায় এক কলেজশিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত খুকি (১৮) নান্দাইলের চর বেলামারীর বাসিন্দা। ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, দুপুর ১টার দিকে শালবন সার্ভিসের একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে খুকি নিহত হন এবং অন্য চারজন আহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যান। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

The Daily Star  | English

Response to J&K Terror Attack: India gives forces ‘operational freedom’

Indian Prime Minister Narendra Modi has given the country's military "operational freedom" to respond to a deadly attack in Kashmir last week, a senior government source told AFP yesterday, after New Delhi blamed it on arch-rival Pakistan.

4h ago