দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

লালমনিরহাটে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
লালমনিরহাটে ট্রাকচাপায় মা-ছেলে নিহত
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী রিনা বেগম (২৬) ও তার ছেলে রায়হান হাসান (২)।

পুলিশ ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার রাতে হাতীবান্ধা উপজেলা থেকে মোটরসাইকেলে করে মনির হোসেন বাবু স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে বাবু মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে যান। মোটরসাইকেলে থাকা বাবুর স্ত্রী রিনা ও ছেলে রায়হান ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘাতক পাথরবোঝাই ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর থেকে আসছিল।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হক ডেইলি স্টারকে বলেন, নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটির ফিটনেস কাগজপত্র যাচাই এবং এর মালিক, চালক ও হেলপার সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Comments