নাজিরাবাজারে দোকানে আগুন

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানী ঢাকার নাজিরাবাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানা যায়, পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনাস্থলে তিনটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ১২টা ৪২ মিনিটে।

তবে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments