সুনামগঞ্জে ঘন কুয়াশায় গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩
সুনামগঞ্জে ঘন কুয়াশায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি মাছবাহী পিকআপের তিন জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আসাব উদ্দিন (৫০), দিরাই উপজেলার সাদিপুর গ্রামের নুরুল হক (৪৫) ও শান্তিগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের আব্দুল করিম (৫৭)।
সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, 'মাছ বোঝাই পিকআপ ভ্যানটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।'
'নিহতদের মধ্যে দু'জন ঘটনাস্থলেই মারা যান ও অন্যজন কৈতক হাসপাতালে মারা যান। এই দুর্ঘটনায় আহত আরেকজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে,' বলেন তিনি।
Comments