ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩
আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে রাইস মিলের বয়লার বিস্ফোরণ হয় | ছবি: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সৌজন্যে

ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—দীপ্তিদাস (৪০), পলক দাস (১২) ও পূজাদাস (১১)। সাগর দাস আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার তথ্য পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

Comments