পুলিশের ‘ধাওয়া’য় দৌড় দেওয়া লেবু বিক্রেতা কাটা পড়লেন ট্রেনে

বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের ‘ধাওয়া’য় দৌড় দেওয়া লেবু বিক্রেতা কাটা পড়লেন ট্রেনে
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর জংশন রেললাইন সংলগ্ন স্থানে পুলিশের 'ধাওয়া'য় দৌড় দিয়ে ট্রেনে কাটা পড়েছেন এক লেবু বিক্রেতা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

ওই লেবু বিক্রেতার নাম পরিতোষ চক্রবর্তী (৪৫)। তিনি নওগাঁ জেলার নওগাঁদা গ্রামের আত্রাই থানার বাসিন্দা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ট্রেনে কাটা পড়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় পরিতোষকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা পরিতোষের শাশুড়ি জানান, পরিতোষ রেলগেটে মালামাল প্যাকেট করছিলেন। হঠাৎ পুলিশ গিয়ে তাকে পেটাতে শুরু করে। পরে পুলিশ ধাওয়া দিলে তিনি দৌড় দিলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন।

পরিতোষ ফুটপাতে লেবু বিক্রি করেন বলে জানান তার শাশুড়ি।

জয়দেবপুর জংশন স্টেশন অফিসার আবুল হোসেন জানান, এক লেবু বিক্রেতা ট্রেনে কাটা পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউর ইসলাম বলেন, রেললাইনে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। সহকারী উপপরিদর্শক (এএসআাই) জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে কেউ কেউ পালানোর চেষ্টা করতে পারেন।

তার দাবি, পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। ওই লেবু বিক্রেতা পুলিশ দেখে দৌড় দিয়ে ট্রেনে কাটা পড়েছেন।

Comments