মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বুধবার সন্ধ্যায় উঁচু ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যান দিপু সানা
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা (৩৭) মারা গেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় উঁচু ভবন থেকে মাথায় ইট পড়লে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সহকারী পরিচালক দিপু সানা মারা যান বলে জানান রমনা থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় বাস থেকে নেমে নামেন সানা।

সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর থেকে পায়ে হেঁটে মগবাজারের বাসায় যাওয়ার পথে সিদ্ধেশ্বরীর ফখরুদ্দীন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি ভবন থেকে ইটের টুকরা পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এস আই মোফাজ্জল।

Comments