পাটুরিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ১, উদ্ধারকাজে যোগ দিচ্ছে হামজা

জাহাজটি অল্প সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছাবে।
পাটুরিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ১, উদ্ধারকাজে যোগ দিচ্ছে হামজা
বর্তমানে ফেরিটি উদ্ধারে প্রস্তুতি চলছে। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিখোঁজ আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটিতে মোট নয়টি ট্রাক ছিল। এর মধ্যে সাতটি বড় ও দুইটি ছোট। ট্রাকের চালক-সহকারী ও ফেরির কর্মকর্তা মিলে সেখানে মোট ১০-১৫ জন ছিলেন। শুধু ফেরির সহকারী ইঞ্জিন কর্মকর্তা হুমায়ুন কবির এখনো নিখোঁজ আছেন। বাকি সবাইকে উদ্ধার করা গেছে।

দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার আরিফুর রহমান।

পাটুরিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ১, উদ্ধারকাজে যোগ দিচ্ছে হামজা
ফেরিডুবি। ছবি: ফায়ার সার্ভির

তিনি আরও জানান, নৌবাহিনীর ডুবুরি দল স্পিডবোটের মাধ্যমে এখনো টহল দিচ্ছে। তবে ফেরিটির উদ্ধারকাজ এখনো শুরু হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা ইতোমধ্যে দৌলতদিয়া প্রান্ত থেকে রওনা দিয়েছে। জাহাজটি অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবে।

এর আগে ঘন কুয়াশায় বালু তোলা নৌকা বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে পদ্মায় আটকে পড়া ফেরি 'রজনীগন্ধা' সকাল সোয়া ৮টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যায়।

Comments