কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আজ রোববার ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে থ্রি-হুইলার নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন 

নিহতরা হলেন-ভুরুঙ্গামারীর সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৫০) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিপ্লব ও তার বাবা শহিদুল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে ভুরুঙ্গামারী শহর থেকে কচাকাটায় বাড়িতে ফিরছিলেন। পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি থ্রি-হুইলার নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ থ্রি-হুইলার নসিমনটি আটক করলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।'

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments