মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকি-চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-উপজেলার বিনোদবাড়ি গ্রামের হাসিনা বেগম (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে আদিবা এবং দাওগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল চন্দ্র দাস (৬৫)।
নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা চাঁদ মিয়া জানান, মুক্তাগাছা থেকে আসা একটি ট্রাক ভাবকি-চেরুমন্ডল এলাকায় নির্মাণাধীন ব্রিজের ডাইভারশন রোড দিয়ে যাওয়ার সময় অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশা চালকসহ আহত ৪ জনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে বলে পরিদর্শক চাঁদ মিয়া জানান।
Comments