অর্ধশত যাত্রী নিয়ে সেতুতে উল্টে গেল বাস, চালক-সহকারী পড়ে গেলেন নদীতে

গুরুতর আহত ৩
কড্ডা সেতুতে বাসটি উল্টে গেলে এর চালক ও সহকারী তুরাগ নদীতে পড়ে যান। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুতে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস উল্টে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার এএসআই জিয়াউল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন, পলিনের ছেলে মতিলাল, মোছলিমের ছেলে মুকুল ও কলিম উদ্দিনের ছেলে রাকিব। ৩ জনই নীলফামারীর বাসিন্দা। 

পুলিশ এবং ওই বাসের যাত্রীরা জানান, নীলফামারী থেকে অর্ধশত যাত্রী নিয়ে ছেড়ে আসা 'আল্লাহ ভরসা' নামের বাসটি ঘন কুয়াশার কারণে গাজীপুরের বাসন এলাকার কড্ডা সেতুতে উল্টে যায়। এসময় বাসচালক ও তার সহকারী তুরাগ নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অনেক যাত্রী শরীরে কম-বেশি আঘাত নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আবুল ফজল ডেইলি স্টারকে বলেন, 'বাস দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি।'

বাসন থানার এএসআই জিয়াউল ইসলাম বলেন, 'থানা থেকে এসআই মহিউদ্দিন ঘটনাস্থলে গেছেন।'

Comments

The Daily Star  | English

Tigresses beat Scotland, snap 16-match winless rut in T20 WC

Bangladesh opted to bat in the opener of the ninth edition of the ICC Women's T20 World Cup against Scotland at the Sharjah Cricket Stadium today.

3h ago