সড়ক দুর্ঘটনায় কয়লাখনি কর্মকর্তা নিহত

নিহত জোবায়ের আলী (৫২) বড়পুকুরিয়া কয়লাখনির ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগের ডিজিএম ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-পার্বতীপুর-দিনাজপুর সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের আলী (৫২) বড়পুকুরিয়া কয়লাখনির ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগের ডিজিএম ছিলেন।

বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জোবায়ের আলীর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিরখা গ্রামে। পরিবার নিয়ে তিনি বিসিএমসিএলের অফিসিয়াল কোয়ার্টারে থাকতেন।

পুলিশ জানায়, আজ সকালে জোবায়ের আলী তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রংপুর হয়ে বিসিএমসিএলে যাচ্ছিলেন। যাত্রাপথে নাগেরহাট এলাকায় পৌঁছালে এক বাইসাইকেল আরোহী হঠাৎ বাম থেকে ডানে ইউটার্ন নিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে জোবায়েরের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments