দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (১৬) ও একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৫)। তারা দুজন স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই কিশোর মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলে থাকা বিনয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় জিতুকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনিও মারা যান।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

7h ago