দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ১৫

দূর্ঘটনাকবলিত বাসটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভোরে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘোড়াঘাট পৌর এলাকার শাহজাহানপুরে রাস্তায় আটকে পড়া আম বোঝাই একটি ট্রাক উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। সেটার পেছনে ছিল আরেকটি বালি বোঝাই ট্রাক। এর মধ্যে ভোর পৌনে ৪টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি প্রথমে বালি বোঝাই ট্রাক এবং পরে আম বোঝাই ট্রাকে ধাক্কা দেয়।'

তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নিহত নারীর নাম তামান্না আক্তার (২৪)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি গ্রামের হাসেম আলীর মেয়ে।

বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

5h ago