ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন—মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা দুজনই ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাওয়ার সময় মহাসড়কের বাথুলি এলাকায় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি লরি তাদের ধাক্কা দেয় এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।'

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago