রুমায় কাঠবোঝাই জিপ উল্টে শ্রমিক নিহত, আহত ২
বান্দরবানের রুমায় কাঠবোঝাই চাঁদের গাড়ি (জিপ) উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।
আজ রোববার বিকেলে উপজেলার রুমা-কেওক্রাডং সড়কের মুনলাই পাড়া কমিউনিটি সেন্টারের পাশে ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অনিল ত্রিপুরা (২৯) রুমা সদর ইউনিয়ন পরিষদের বোথনী পাড়ার বাসিন্দা ছিলেন।
আহত প্রুসাও মার্মা (৪৮) ও নু হ্লাচিং মার্মা (৩৫) একই ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কাঠ বোঝাই করে রুমা-বগালেক সড়ক দিয়ে রুমার দিকে যাওয়ার পথে মুনলাই পাড়ায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই শ্রমিক অনিল ত্রিপুরা মারা যান।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি মো. শাহাজাহান বলেন, 'গাড়িটি উল্টে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছে। আহতরা রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।'
দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, 'নিহতের পরিবারের পক্ষে থানায় মামলা না হলে আইন অনুযায়ী থানা থেকে মামলা করা হবে।'
Comments