নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ২ চালক নিহত

এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল।
নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ২ চালক নিহত
আজ শনিবার ভোররাতে নরসিংদীর পলাশ উপজেলার বাটপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় | ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার জন।

আজ শনিবার সকালে নরসিংদীর পলাশ থানার উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দে দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উপজেলার বাটপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এদিন ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।'

পাপন আরও বলেন, 'আমরা এনা পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসচালকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। শহীদ মিয়ার (৪১) বাড়ি কিশোরগঞ্জ জেলায়। কাভার্ড ভ্যান চালকের পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স না থাকায় তার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।'

পুলিশের তথ্য অনুসারে, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। বিপরীত দিক থেকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। গুরুতর আহত হন আরও অন্তত চার জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। বাস ও কাভার্ড ভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments