দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ

হাসপাতালের লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লিফটের কাজ করার সময় নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে এ দুর্ঘটনা ঘটে
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট সার্ভিসিং করার সময় লিফট থেকে পড়ে মোহাম্মদ শিপন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের লিফটে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১১টার দিকে লিফটের ষষ্ঠ তলায় কাজ করার সময় নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে শিপন কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানায়, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফটের বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি লিফটে কাজ করার সময় একজনের মৃত্যু হয়েছে।

 

Comments