সরকারি কর্মকর্তারা তেল মারা বন্ধ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: স্টার

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে, পরে দেখা যাবে।

আজ রোববার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'সন্ত্রাসী যে দলেরই হোক, যতো প্রভাবশালী হোক কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।'

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, 'আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে, পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। কোনো অবস্থায় ছাড় দেবেন না।'

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা রাজনীতি করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনারা যদি আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন ভালো, তবে কাজ করেন।'

পুলিশ সুপারকে উপদেষ্টা বলেন, 'যদি আমার ভাই অপরাধ করে তাহলে তাকেও ছাড় দেবেন না। আগে চার শিকের ভেতরে ঢোকান। এমপি হোক বা যাই হোক পরে হবে, কাউকে ছাড় নয়।'

এ সময় নদীতে বালুমহালের সাম্প্রতিক অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কেউ যেন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে এজন্য স্থানীয় প্রশাসনকে বালুমহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে বলা হয়েছে।'

তিনি বলেন, 'নৌ-পুলিশের যানবাহন স্বল্পতার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌ-পুলিশ কোস্টগার্ডের সঙ্গে থেকে সহযোগিতা করবে।'

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি শ্যালো মেশিন হস্তান্তর করা হয়। 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago