গাজীপুরে বাসচাপায় কলেজশিক্ষার্থী নিহত

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের পূবাইলে বাসচাপায় এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত হাবিব (১৮) টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পূবাইল আদর্শ কলেজের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, হাবিব মোটর সাইকেলে করে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এসময় মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল হাবিব। একটি অটোরিকশায় ধাক্কা দিলে এতে তিনি মোটর সাইকেলটি নিয়ে পড়ে যান। এ সময় নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হাবিব নিহত হন।

পুলিশ জানায়, তবে বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। তাদের আটকে অভিযান চালানো হচ্ছে।

Comments