শ্রীপুরে কারখানায় আগুন

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
নাইস ফেব্রিক্স প্রসেসিং কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকায় নাইস ফেব্রিক্স প্রসেসিং কারখানায় আগুন লাগে।

তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।'

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মাওনা হাইওয়ে পুলিশের এসআই প্রণব দ্য ডেইলি স্টারকে জানান, হাইওয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছেন।

Comments