পুলিশের রেকারের ধাক্কায় রিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
গাইবান্ধার বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় পুলিশের রেকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর দুই ঘণ্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা সেসময় পুলিশের রেকারও ভাঙচুর করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তারা মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে দেন।
তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, এ দুর্ঘটনায় আরও এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুব রহমান ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানা থেকে জেলা ট্রাফিক পুলিশের রেকার পাশের মহাসড়কে যাচ্ছিল। চারমাথায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বনফুল রেস্টুরেন্টের সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।'
ঘটনার পর উত্তেজিত জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।
Comments