ঠাকুরগাঁওয়ে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ সড়কের কুমারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর এলাকার বাসিন্দা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইসমাইল বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে করে রাণীশংকৈলের দিকে যাচ্ছিলেন। পথে কুমারগঞ্জ গ্রামের ওই এলাকায় পৌঁছালে রাস্তার পাশের গাছ কাটার সময় একটি ডাল তার ওপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে রাণীশংকৈল ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ওসি জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

55m ago