শরীয়তপুরে কাভার্ডভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ১ আহত ৫

নিহত ও আহত নির্মাণশ্রমিকরা কাজের জন্য নসিমনে করে গোলারবাজার এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
হাসপাতালের সামনে আহতদের স্বজনরা। ছবি: জাহিদ হাসান/স্টার

শরীয়তপুর সদর উপজেলায় কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত থ্রি-হুইলারের (নসিমন) সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় নিহত লোকমান শেখ (৪৫) রুদ্রকর ইউনিয়নের মাকসাহার এলাকার বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন-বাদল সরদার, মিরাজ খান, শাহ আলম হাওলাদার, শাহাদাত সরদার ও মোস্তফা ছৈয়াল। অবস্থা গুরুতর হওয়ায় বাদল সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ রাজমিস্ত্রি নসিমনটিতে করে নড়িয়া উপজেলার গোলারবাজার এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন। পথে মনোহর বাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান শেখ ঘটনাস্থলেই মারা যান।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: Panel suggests 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age limit for applying for public service jobs to 35 years for male candidates and 37 years for female applicants..The five-member committee, formed to review the feasibility of extending the age limit for applying for government j

3h ago