শরীয়তপুরে কাভার্ডভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ১ আহত ৫

হাসপাতালের সামনে আহতদের স্বজনরা। ছবি: জাহিদ হাসান/স্টার

শরীয়তপুর সদর উপজেলায় কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত থ্রি-হুইলারের (নসিমন) সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় নিহত লোকমান শেখ (৪৫) রুদ্রকর ইউনিয়নের মাকসাহার এলাকার বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন-বাদল সরদার, মিরাজ খান, শাহ আলম হাওলাদার, শাহাদাত সরদার ও মোস্তফা ছৈয়াল। অবস্থা গুরুতর হওয়ায় বাদল সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ রাজমিস্ত্রি নসিমনটিতে করে নড়িয়া উপজেলার গোলারবাজার এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন। পথে মনোহর বাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান শেখ ঘটনাস্থলেই মারা যান।

Comments

The Daily Star  | English

Iranian parliament approves bill to suspend cooperation with UN nuclear watchdog

Parliament Speaker Mohammad Baqer Qalibaf was quoted by state media as also saying Iran would accelerate its civilian nuclear programme.

7m ago