গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ বোনের পর মারা গেল ভাইও, মৃত্যু বেড়ে ১১

তাওহীদ (৭) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন মারা গেছে।

এ নিয়ে এ ঘটনায় ১১ জন মারা গেলেন।

মৃত তাওহীদ (৭) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেখানেই মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, তাওহীদের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তাওহীদের চাচা মো. আসাদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়। তার বাবার নাম সজল ও মায়ের নাম সুমাইয়া। একই ঘটনায় দগ্ধ তাওহীদের ছোট বোন তায়েবাও (৩) গত শনিবার মারা যায়। ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। তখন আগুনে দগ্ধ হয় তারা।

 

Comments