মেঘনায় ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। ছবি: স্টার

কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ শনিবার দুপুরের দিকে মেঘনা নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

তারা হলেন, নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তার এবং ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার টুটন দের মেয়ে আরাধ্য।

ইতোমধ্যে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: স্টার

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন ছয়জন।

ঘটনাস্থলে উপস্থিত কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।

তিনি আরও বলেন, 'গতকাল বাল্কহেডটিকে আটক করা যায়নি। আজ নৌ-পুলিশের সহায়তায় সেটি চিহ্নিতের চেষ্টা চলছে। এজন্য কাউকে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Groundwater crisis deepens in coastal Chattogram

Tube wells run dry as salinity and iron contamination rise far above safe limits, leaving residents struggling for drinkable water

51m ago