নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

রাজধানীর তেজগাঁও এলাকার নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আহত কিশোর মোয়াজ (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোয়াজের চাচা মো. কাউসার আহমেদ জানান, মোয়াজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বাবার নাম ইয়াহিয়া শরীফ। তাদের বাড়ি পশ্চিম নাখালপাড়ায়।

'সকালে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় মোয়াজ। এরপর খবর পাই, বাড়ির কাছেই নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়,' বলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ওই কিশোরের মরদেহ মর্গে রাখা হয়েছে।'

Comments