নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, নিহত ২

Road accident logo
স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীর কলাপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ার পর ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন।

আজ শনিবার সকাল ৭টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩)। আফজাল বরগুনা সদর উপজেলার বড়ইতলা ও জাকারিয়া একই উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অটোরিকশাটি আমতলী চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলাপাড়া শহরের দিকে যাচ্ছিল। বিশকানি এলাকায় পৌঁছালে বাহনটি নিয়ন্ত্রন হারিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে চালক জামাল ও যাত্রী মতিনকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, অটোরিকশাটি কেন, কীভাবে খাদে পড়ল তার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

48m ago