দেড় ঘণ্টার চেষ্টায় সিলেটের বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, '৩৩কেভি গোলাপগঞ্জ উপজেলা সরবরাহ লাইনে একটা স্পার্কিং হয়, আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে। নিচে পরিত্যক্ত কিছু ফোম থাকায় সেগুলোতে আগুন লেগে যায়।'

পল্লী বিদ্যুতের আওতাধীন পাঁচটি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় যার, মধ্যে তিনটিতে ইতোমধ্যে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে এবং বাকি দুটিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

সিলেট ফায়ার সা‌র্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, 'খবর পেয়ে দ্রুত পাঁচটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।'

২০২০ সালের ১৭ নভেম্বরেও এই বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যার ফলে সিলেট নগরীতে ৩১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

Pahela Baishakh, the first day of the Bangla calendar, is being celebrated with music, colourful rallies, and festive events.

2h ago