শিশু হাসপাতালের আগুন নিভেছে

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক ইউনিটের এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।’

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে লাগা আগুন নিভেছে।

আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই আগুন নেভানো হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নেভানো হয়।

শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আব্দুল হাকিম ডেইলি স্টারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক ইউনিটের এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর ওই ইউনিট থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Comments