সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারঠাকুরী গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বারঠাকুরী গ্রামের দেলোয়ার হোসেন, রেদোয়ান হোসেন ও মঞ্জুর হোসেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'খারাপ আবহাওয়ার মধ্যে বাড়ি ফেরার সময় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার সময় দুজন মারা যান।'
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
Comments