রাস্তা থেকে মানুষ বলে আপনারা আরও ৫ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তাঘাটে মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর থাকতে বলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, "আপনারা আরও পাঁচ বছর থাকেন"।'

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারত প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'অপরাধীদের প্রত্যার্পনে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হতে পারে। তবে, ভারতের সঙ্গে সংঘাতের কোনো সম্ভাবনা নেই।'

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, 'অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতে যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধারের পর পরিস্থিতির আরও উন্নতি হবে। স্থানীয় জনগণেরও এ ব্যাপারে সহযোগিতা করা প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Salehuddin urges all to work together to overcome challenges of economy

'We are in the midst of all sorts of challenges,' says the finance adviser

2h ago