টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক এবং তার সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলীতে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৫টায় কাভার্ডভ্যানটি পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারী মারা যান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজেদুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান টি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Comments