আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

গত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

বাসের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে মাটিবোঝাই ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে সংঘর্ষে বাসের কন্ডাক্টরসহ চার জন আহত হয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম ডেইলি স্টারকে জানান, রাত আড়াইটার দিকে যাত্রীবাহী বাস শাহফতে আলী পরিবহন আগারগাঁও পাসপোর্ট অফিসের দিক থেকে আগারগাঁও ক্রসিংয়ের দিকে আসছিল। এসময় মাটিভর্তি ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।

আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ওসি জানান, পুলিশ যাওয়ার আগেই দুই গাড়ির চালক পালিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানোর বিষয়ে জানতে চাইলে ওসি দুপুর ১টার দিকে বলেন, মাটি সরানোর পর ট্রাকটি সরিয়ে নেওয়া হবে।

Comments