লাইনচ্যুত বগি উদ্ধার, ২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের ৪ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া ও গাইবান্ধার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বগুড়া স্টেশনে আটকা পড়ে দুই আন্তঃনগর ট্রেন। ছবি: স্টার

বগুড়ার কাহালুতে সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইলের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টায় বগিটি উদ্ধারের পর উত্তরবঙ্গের ৪ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া ও গাইবান্ধার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে ৩টার দিকে কাহালু স্টেশনের অদূরে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলন চাঁপা আন্তঃনগর ট্রেন দুটি বগুড়া স্টেশনে আটকা পড়ে।

উত্তরবঙ্গ মেইলের বগি লাইনচ্যুতের ঘটনায় অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

Comments