বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরের ৪ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কাহালুতে উত্তরবঙ্গ মেইলের বগি লাইনচ্যুত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে স্টেশনমাস্টার জানিয়েছেন।
বগুড়া স্টেশনে আটকা পড়ে দুই আন্তঃনগর ট্রেন। ছবি: স্টার

বগুড়ার কাহালু উপজেলায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইলের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে আজ বিকেল ৩টা থেকে উত্তরবঙ্গের ৪ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া ও গাইবান্ধার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাহালু স্টেশনের অদূরেই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলন চাঁপা আন্তঃনগর ট্রেন দুটি বগুড়া স্টেশনে আটকা পড়েছে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাহালুতে উত্তরবঙ্গ মেইলের বগি লাইনচ্যুত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।'

'আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আধাঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে,' বলেন স্টেশনমাস্টার।
 

Comments