নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

তারা মাহমুদপুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুজনেই গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাহমুদপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নারীরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরের চরআবাবিল গ্রামের প্রয়াত নূর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)।

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, আজ ভোরে নূর বানু বাড়ির উঠানে ঝাড়ু দিতে গেলে বৈদ্যুতিক লাইনের পাশে থাকা ধাতব খুঁটি ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন৷ মায়ের চিৎকার শুনে পাশে থাকা মেয়ে তাকে ছুঁলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করেন।

তারা মাহমুদপুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুজনেই গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফতুল্লা থানার ওসি নূরে আযম বলেন, 'নিহতদের স্বজনরা বিনা ময়নাতদন্তে মা-মেয়ের মরদেহ দাফনের জন্য অনুরোধ জানান। তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago