নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. মামুন (২২) ইসদাইর বুড়ির দোকান এলাকার বাসিন্দা ছিলেন।
একই ঘটনায় আহত তার বন্ধু নূর নবী (২১) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার বিকেল ৫টার দিকে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন নূর ডাইং কারখানার পেছনের এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুরোনো দ্বন্দ্বের জেরে স্থানীয় কয়েকজন এ হামলা চালায়।
ঘটনাস্থলে থাকা নিহতের আরেক বন্ধু শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে স্টেডিয়ামের পেছনে খালি মাঠে তিন জন একসঙ্গে ছিলাম। এ সময় একই এলাকার সাইফুল, পায়েল, জয়, সাদসহ ১০-১৫ জন এসে মামুন ও নূর নবীকে এলোপাতারি মারধর শুরু করে। হামলাকারীরা ছুরি দিয়েও তাদের আঘাত করে।'
তিনি আরও বলেন, 'বড়ভাই-ছোটভাই বলাকে কেন্দ্র করে গত ঈদে সাইফুলের সঙ্গে দ্বন্দ্বের শুরু। ওই দ্বন্দ্বের জেরেই সাইফুল ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে।'
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মামুনকে মৃত বলে জানায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
আহত অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
Comments