গাইবান্ধায় পাউবোর প্রকৌশলীর গাড়িচাপায় নারী নিহত

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সরকারি গাড়ির নিচে পৃষ্ট হয়ে গাইবান্ধায় এক নারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গাড়িটি গাইবান্ধা যাওয়ার পথে তুলসীঘাট পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কে সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাড়িচাপায় আহত রহিমা বেগম (৬৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে মারা যান। স্থানীয়রা গাড়ি ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বলেন, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের গাড়িটি থানায় আটক আছে। গাড়ির ড্রাইভার শহিদুল ইসলাম (৩০) ও আটক আছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, টাঙ্গাইল থেকে গাড়িটি কেন কেন গাইবান্ধায় আনা হয়েছে জানতে একাধিকবার প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মেসেজেরও কোনো উত্তর দেননি তিনি।
পুলিশ বলছে, সাজ্জাদ হোসেনের স্ত্রীকে গাইবান্ধা থেকে টাঙ্গাইলে নেওয়ার জন্য গাড়িটি গাইবান্ধায় আনা হয়েছিল বলে চালক জানিয়েছেন।
Comments