মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

বহু বছর আগে দ্বিজেন্দ্র লাল চাঁদপুরে পৈতৃক বাড়ি ছেড়ে পাশের দেশ ভারতে বসবাস শুরু করেন। তিনি এক মাস আগে স্বজনদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসেছিলেন এবং আগামীকাল ভারতে ফেরার কথা ছিল।
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর টিকাটুলি এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতের নাম দ্বিজেন্দ্র লাল চৌধুরী (৬০)। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা বলে তার ভাগ্নে প্রদীপ রায় চৌধুরী জানিয়েছেন।

প্রদীপ রায় জানান,বহু বছর আগে দ্বিজেন্দ্র লাল চাঁদপুরে পৈতৃক বাড়ি ছেড়ে পাশের দেশ ভারতে বসবাস শুরু করেন। তিনি এক মাস আগে স্বজনদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসেছিলেন এবং আগামীকাল ভারতে ফেরার কথা ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী কৌশিক রায় বলেন, 'তিনি ফ্লাইওভারের একটি বাস থেকে নেমে দুপুর আড়াইটার দিকে রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments