চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিক দগ্ধ

‘বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, 'আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন।'

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago