শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২

শিপব্রেকিং ইয়ার্ড। প্রতীকী ছবি: স্টার
শিপব্রেকিং ইয়ার্ড। প্রতীকী ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের একজন মারা গেছেন। গতকালও অপর এক আহত শ্রমিকের প্রাণহানি হয়।

মৃত শ্রমিকের নাম খায়রুল শেখ (২১)।

গতরাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণে ওই শ্রমিকের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল।

এর আগে হাসপাতালে নেওয়ার পথে আহমেদ উল্লাহ নামে অপর এক শ্রমিক মারা যান।

তারপর গুরুতর আহতদের মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম খায়রুলের মৃত্যু নিশ্চিত করেন।

'৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে আগুনে দগ্ধ হন খায়রুল শেখ। আজ তিনি মারা গেছেন। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট দুইজন মারা গেছেন', যোগ করেন তিনি।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাকি ছয় রোগীর মধ্যে জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, বরকতউল্লাহর ৬০ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ, আনোয়ার হোসেনের ২৫ শতাংশ ও হাবিবের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আনোয়ার ও হাবিব এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুন্ডের শীতলপারা এলাকায় এসএন কর্পোরেশেনের মালিকানাধীন একটি শিপ পাম্পহাউসে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড দেখা দেয়।

এই দুর্ঘটনায় ১২ জন দগ্ধ হন। তাদের মধ্যে আট জন গুরুতর আহত হন।

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

13m ago