৫ ঘণ্টা ধরে জ্বলছে বিগবস কারখানার আগুন

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। 

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিগবস কারখানার গোডাউনের আগুন সন্ধ্যা ৬টা পর্যন্ত নেভেনি।

আজ বুধবার দুপুর ১টার দিকে কাশিমপুরের সারাবো এলাকায় ওই গোডাউনে আগুন দেয় শ্রমিকরা।

খবর পেয়ে ৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার সময় তাদের গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। 

পরে বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থলে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা আমাদের গাড়ি ভেঙে দেয়।'

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশকিছু কারখানা আছে। এসব কারখানায় ৩২ হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকরা আগস্ট মাসের বেতনের দাবি করছেন। মঙ্গলবার বেতন দেওয়ার কথা ছিল কারখানার।

গতকাল কিছু শ্রমিকদের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের অ্যাকাউন্টে বেতন যায়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। 

একই দাবিতে আজ বুধবার সকালে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন। পরে বিক্ষুব্ধ কিছু শ্রমিকরা বিগবস ফ্যাক্টরির গোডাউনে আগুন ধরিয়ে দেয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন ডেইলি স্টারকে বলেন, 'বিগবস ফ্যাক্টরির গোডাউনে পার্শ্ববর্তী কারখানার আন্দোলনকারী শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়ে দেয়।' 

জানতে চাইলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশে বিগবস গোডাউনে আগুন ধরিয়ে দেয়।'

 

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago