ফরিদপুরে সড়কে মোটরসাইকেল উল্টে নিহত ২

সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একটি মোটরসাইকেল উল্টে দুই জন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম এ নোমান জানান, দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলটি মহাসড়কের কান্দি এলাকায় সড়কের একটি গর্তে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের উপর উল্টে যায় এবং গতির কারণে আরোহীরা ছিটকে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার বগুরামপুর গ্রামের শাবু মোল্লার ছেলে মো. উৎস মোল্লা (১৭) ও তার বন্ধু একই উপজেলার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস শেখ (১৮)।

উৎস একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, কুয়াকাটা থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ফিরছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, 'দুজনের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

48m ago