গ্যাস লাইন লিকেজ থেকে দগ্ধ: মা-বাবার পর চলে গেল ছোট্ট বায়েজিদ

বায়েজিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ফাইল ছবি

রাজধানী ঢাকার শুক্রাবাদ এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে দগ্ধ সাড়ে তিন বছর বয়সী বায়েজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ শুক্রবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েজিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার শারীরিক প্রতিবন্ধিতা ছিল। অগ্নিকাণ্ডে তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তরিকুল বলেন, শিশুটির শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এর আগে বুধবার রাতে শিশুটির মা নিপা আক্তার (২৪) ও মঙ্গলবার রাতে বাবা টোটন মাহমুদের (৩৫) মৃত্যু হয়।

টোটন শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় সপরিবারে বসবাস করতেন। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হলে পরিবারের তিনজনই দগ্ধ হন।

নিপার মা রেহানা বেগম গণমাধ্যমকর্মীদের জানান, তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামে। কারওয়ান বাজার মাছের আড়তে টোটন শ্রমিক হিসেবে কাজ করতেন। নিপা অন্যের বাসায় কাজ করতেন। এই দম্পতির তিন সন্তান। বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। শারীরিক প্রতিবন্ধী ছোট ছেলে বায়েজিদ বাবা-মায়ের কাছে ছিল।

রেহানা আরও জানান, শনিবার ভোর ৫টার দিকে নিপা নিজেই ফোন করে জানিয়েছিলেন তাদের বাসায় আগুন লেগেছে। তাদের শরীরও পুড়ে গেছে। বাড়িওয়ালা ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Comments

The Daily Star  | English

Malaysian PM Anwar Ibrahim arrives in Dhaka

This is the first visit by a head of a foreign government since the Yunus-led interim govt took charge

45m ago