জয়দেবপুরে ট্রেনে লাইনচ্যুত, রেল চলাচলে বিঘ্ন

স্টেশনের প্রবেশমুখে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন লাইনের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আগে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ আছে।

আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'একটি কমিউটার ট্রেন জয়দেবপুর স্টেশনের দিকে প্রবেশ করছিল। কিন্তু স্টেশনের প্রবেশমুখে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন লাইনের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ায় ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।'

তবে পাশাপাশি থাকা দুই নম্বর ও তিন নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

Comments