বেইলি সেতুর পাটাতন ভেঙে বান্দরবান-রুমা যান চলাচল বন্ধ

আজ সকালে সেতুর পাটাতন ভেঙে বলে বলে জানান স্থানীয়রা। ছবি: সংগৃহীত

লোহার তৈরি পুরোনো বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে রুমা উপজেলায় রুমা-বান্দরবান সড়কের কক্ষ্যংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কক্ষ্যংঝিরি বাজার এলাকায় ভেঙে পাড়া সেতুটি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার ও রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে।

সেতুর পাটাতন ভেঙে যাওয়ার পর থেকে ওই সড়কের উভয় পাশে আসা যানবাহন থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে সেতু পার হচ্ছেন।

রুমা বাস স্টেশনের গাড়ি চালকরা জানান, গত রাতেও সেতু দিয়ে যান চলাচল করছিল। কিন্তু আজ সকালে সেতুটি ভেঙে যাওয়ায় ৮টার পর কোনো গাড়ি সেতু পার হতে পারেনি।

নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, 'ওই এলাকার দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত সেতু মেরামতে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।'

Comments

The Daily Star  | English
Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

26m ago